রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পুজো কমিটিগুলিকে নিয়ে করা হবে কার্নিভাল। রাজ্যের মুখ্যমন্ত্রীর কথামতো বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় কার্নিভাল। বাদ যায়নি উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া, অশোকনগর বিধানসভা কেন্দ্র এলাকাও। হাবড়া এলাকার মোট ১৭ টি পূজো কমিটি অংশগ্রহণ করে এই বর্ণাঢ্য কার্নিভালে। পাশাপাশি দেখা যায় অশোকনগর বিধানসভা কেন্দ্রে মোট ২৫টি পুজো কমিটি অংশগ্রহণ করে কার্নিভালে। তার মধ্যে ছিল অশোকনগর কল্যাণগড় পৌরসভার ২১ টি পুজো কমিটি ও অশোকনগর বিধানসভা কেন্দ্রের হাবড়া ২ নম্বর ব্লকের ৪টি পুজো কমিটি। যা দেখতে রাস্তার পাশে ভিড় জমায় অগণিত উৎসাহী সাধারণ মানুষ।
তবে এ বছর দুর্গা পুজায় কার্নিভাল না হওয়ায় হতাশ বনগাঁর মানুষ৷ প্রতিবছর দুর্গাপুজার শেষে কার্নিভাল দেখার জন্য মানুষ অপেক্ষা করে থাকেন৷ রাত জেগে মানুষ রাস্তার দু’পাশে দাঁড়িয়ে কার্নিভাল উপভোগ করেন৷ বিভিন্ন মডেল, আধুনিক লাইট, মহিলা ঢাকি সহযোগে শোভাযাত্রা করে শহর পরিক্রমা করে পুজো উদ্যোক্তারা। সেসব এবার বন্ধ হওয়ায় মানুষ আক্ষেপ করছেন।
বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন “মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন কার্নিভাল হবে জেলা সদরে৷ পৌরসভা রাজ্য সরকারের অংশ। মুখ্যমন্ত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে আমরা কার্নিভাল করছি না৷”