আগামী ১০ জুন, শুক্রবার প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা৷ পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এমনটাই জানানো হয়েছে।
এবছর সাত লক্ষেরও বেশি পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে৷ গত ২৭ এপ্রিল শেষ হয়েছিল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ এ বছর পরীক্ষা শেষ হওয়ার রেকর্ড সংখ্যক দিনে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হতেৎচলেছে৷ মোট ৫৬টি বিষয়ে পরীক্ষা নিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷
এবার অনলাইনে উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখার সময় ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। প্রথমে জানান হয়েছিল, শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে অনলাইন ফল দেখা যাবে। বুধবার সেই সময়সূচিতে সামান্য পরিবর্তন আনে সংসদ। শুক্রবার সকাল এগারোটার পরিবর্তে দুপুর ১২টা থেকে অনলাইন ফলাফল দেখা যাবে। বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত্ ভট্টাচার্য।
ওয়েবসাইট ছাড়াও এসএমএস, মোবাইল অ্যাপের মাধ্যমে ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। SMS এর মাধ্যমে ফল জানার জন্য আপনাকে 5676570 নম্বরে WB12 লিখে তারপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠিয়ে দিলে জানা যাবে উচ্চ মাধ্যমিকের ফলাফল।