রাজ্য

এক বছরের জন্য নিষিদ্ধ গুটখা ও পান মশলা

আজ, বাংলায় এক বছরের জন্য নিষিদ্ধ করা হল তামাকজাত দ্রব্য গুটখা ও পান মশলা। আগামী এক বছর এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে ঘোষণা করেছে রাজ্য সরকার।

মঙ্গলবার, রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর নতুন নির্দেশিকা জারি করে জানিয়েছে, আগামী ৭ নভেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ৭ নভেম্বরের পর থেকে গুদামজাত দ্রব্যও বিক্রি করা যাবে না। এও বলা হয়েছে, সরকারি নির্দেশিকা অমান্য করে পান মশলা, গুটখা কিংবা নিকোটিনজাত পণ্য বিক্রি করা হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই প্রথমবার নয়, প্রতি বছরই তামাকজাত দ্রব্যের উপর নিষেধাজ্ঞা জারি করে রাজ্য সরকার। স্থায়ীভাবে এই সিদ্ধান্ত নেওয়া যায় না বলেই এক বছর অন্তর এই নিয়মের পুনর্নবিকরণ করা হয়। গত বছরও ৭ নভেম্বর থেকেই কার্যকর করা হয়েছিল এই নিয়ম। যার মেয়াদ ফুরোচ্ছে আগামী ৬ নভেম্বর। সেই কারণেই এদিন নিষেধাজ্ঞার নতুন দিনক্ষণ ঘোষণা করা হল। কিন্তু বাস্তবে এই নিষেধাজ্ঞা কতটা কার্যকর হবে এখন সেটাই দেখার।