কৃষকদের প্রতিবাদ আন্দোলনে যোগ দিয়ে আত্মঘাতী হলেন এক শিখ পুরোহিত। নিজেকে গুলি করে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ সূত্রে খবর। দিল্লির সিংঘু সীমান্তে নিজেকে গুলি করেন সন্ত রাম সিং নামে ওই শিখ পুরোহিত।
সোনিপতের ডেপুটি পুলিশ কমিশনার শ্যাম লাল পুনিয়া জানান, তাঁকে সঙ্গে সঙ্গে পানিপথের পার্ক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে খবর, এদিন হরিয়ানার কারনালের সিংরা গুরুদ্বার থেকে আন্দোলনরত কৃষকদের কম্বল বিতরণ করতে এসেছিলেন রাম সিং। একটি গাড়িতে বসে তিনি তা বিলিও করেন। তারপর হঠাৎ নিজের পকেট থেকে রিভালবার বের করে নিজেকে গুলি করে দেন। দিল্লির কৃষক আন্দোলেন এই প্রথম কৃষকদের দাবির সমর্থনে আত্মঘাতী হলেন।
হরিয়ানার কারনালের এক গুরুদ্বারের পুরোহিত তিনি। ৬৫ বছরের ওই পুরোহিত দিল্লি–সোনিপত সীমানার কাছে কুন্দলিতে এসে পৌঁছন। কৃষকদের জমায়েতস্থল সিংঘু সীমানা থেকে এই কুন্দলি দু’কিমি দূরে। কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ আন্দোলন বৃহস্পতিবার ২১ দিনে পড়ল।
এক সুইসাইড নোটে তিনি লিখেছেন, ‘কৃষকদের এই লড়াই আর সহ্য করতে পারছি না। ওরা রাস্তায় বসে রয়েছে। ওদের এই যন্ত্রণা–কষ্ট দেখাও পাপ। সরকার এদের প্রতি ন্যায় বিচার করছে না! বহু মানুষ বিভিন্নভাবে প্রতিবাদ করেছে। কেউ তাঁদের খেতাব ফিরিয়ে দিয়েছেন। আজ এইসব কৃষকদের স্বার্থেই আমি আত্মঘাতী হলাম।’
কৃষকদের আন্দোলনের সমর্থনে শিখ পুরোহিতের আত্মহত্যার ঘটনায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ‘নৃশংসতার সব সীমা পার করে গিয়েছে মোদী সরকার। অবিলম্বে কৃষি আইন প্রত্যাহারের করা উচিত।’ টুইট করে লিখেছেন, কৃষকদের অবস্থা দেখে কারনালের সন্ত বাবা রাম সিং কুন্দলি সীমানায় আত্মহত্যা করেছেন। এই দুঃখের সময়ে আমি আমার শোক জানাচ্ছি। বহু কৃষক তাঁদের জীবন উৎসর্গ করেছেন। নৃশংসতার সব রকম সীমা” পার করে গিয়েছে মোদী সরকার।
এই ঘটনায় সরব হয়েছেন শিরোমনি অকালি দল প্রধান সুখবীর সিং বাদল। কৃষক আন্দোলনে এসে আত্মঘাতী হয়েছেন সন্ত বাবা রাম সিং। এটা শুনে মন খুব কষ্ট হচ্ছে। সন্তজির ত্যাগ বিফলে যাবে না। কেন্দ্রের কাছে আবেদন তিন কৃষি আইন প্রত্যাহার করা হোক।