জোড়া হামলায় কাঁপল আমেরিকা। বৃহস্পতিবার আইওয়া ও উইসকনসিনে ফের বন্দুকবাজের হামলায় প্রাণ গিয়েছে চারজনের।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে আইওয়ার আমেসে একটি গির্জার সামনে বন্দুকবাজরা অতর্কিতে হামলা চালায়। ছুঁড়তে থাকে একের পর এক গুলি। ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়। পুলিশের পালটা গুলিতে নিহত হয়েছে হামলাকারীও। অন্যদিকে, উইসকনসিনের মিলওয়াকির একটি কবরখানায় অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালীন এক এলোপাথাড়ি গুলি চলে। ঘটনায় অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছে বলে খবর। তার মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, আমেরিকায় একের পর এক চলছে বন্দুকবাজের হামলা। গত বুধবার ওকলাহোমার একটি হাসপাতালে হামলা চালায় এক বন্দুকবাজ। ওই হামলায় চারজন সহ নিহত হয় ওই বন্দুকবাজও। ওই হামলার কারণ এখনো স্পষ্ট নয়, তার তদন্ত চালাচ্ছে পুলিশ।
এছাড়াও সপ্তাহ খানেক আগেই আমেরিকার টেক্সাসের একটি স্কুলে ভয়াবহ হামলায় মৃত্যু হয়েছিল ১৯ জন পড়ুয়ার। প্রায় ৬০০ জন পড়ুয়ার রব এলিমেন্টারি স্কুলের ওই ঘটনায় আতঙ্কিত হয়ে ওঠে গোটা দেশ। তারপরই দেশ জুড়ে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে জোট চর্চা শুরু হয় । প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও তার সমর্থনে ওয়াল করেন। ফলে আরও জোরাল হয়ে ওঠে বন্দুক নিয়ন্ত্রণ আইনের দাবি। কিভাবে এই হামলা রুখবে আমেরিকার প্রেসিডেন্ট সেটাই দেখার।