আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

মার্কিন মুলুকে মেট্রো স্টেশনে বন্দুকবাজের হামলা, মৃত্যু

ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত মার্কিন মুলুক। নিউ ইয়র্ক শহরের মেট্রো স্টেশনের ভিতর চলল গুলি। আততায়ীর গুলিতে এক ব্যক্তির মৃত্যুও হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, যখন এই বন্দুকবাজের হামলাটি হয়, তখন শহরের স্কুল, অফিসের ছুটি হয়েছে। ফলে সেই সময় সাবওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রীদের ভিড় ছিল।

আচমকা বন্দুকবাজের হামলায় খুদে পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়ায়। মার্কিন পুলিশ সুত্রে জানা গিয়েছে, আততায়ীর গুলিতে ৩০ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আরও ৫ জন। তাঁদের মধ্যে ১৪ বছরের কিশোর থেকে ৭১ বছর বয়সের ব্যক্তিও রয়েছেন। এছাড়া ২ মহিলাও রয়েছেন। আহতরা সকলেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তবে ওই আততায়ী এখনও পর্যন্ত অধরা। এদিন ঠিক কি কারণে অভিযুক্ত সাবওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের উপর এলোপাথাড়ি গুলি চালাল, তা স্পষ্ট নয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।