আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা! মৃত্যু

মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা। এবার নিউইয়র্কের রোচেস্টারে এক পার্কের মধ্যে চলল এলোপাথাড়ি গুলি। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে ১ জনের। জখম হয়েছেন আরও ৬ জন। ঠিক কী কারণে এদিন পার্কের মধ্যে গুলি চলল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যে সাড়ে ছ’টা নাগাদ হঠাৎ গুলি চলে নিউইয়র্কের রোচেস্টারের ওই পার্কে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই পার্কে উপস্থিত সকলের মধ্যেই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়।

অন্যদিকে, এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে পার্কের মধ্যে গুলিবিদ্ধ হয়ে পড়ে রয়েছেন একাধিক জন। সেইসঙ্গে বহু মানুষ আতঙ্কিত হয়ে এদিকওদিক ছুটছে। তাদের তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলায় ২০ বছর বয়সি এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৬ জন। মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি বলেই পুলিশের তরফে জানানো হয়েছে। পাশাপাশি যে হামলাকারী এই হামলা চালিয়েছিল তার সন্ধান শুরু হয়েছে।