বিনোদন

মুক্তি পেয়েছে গুঞ্জন সাক্সেনা’র ট্রেইলার

অভিনেত্রী জাহ্নবী কাপুর এবার নতুন রূপে ধরা দিতে যাচ্ছেন। সম্মুখ সমরে ভারতীয় বিমানবাহিনীর প্রথম নারী পাইলট গুঞ্জন সাক্সেনার জীবনীভিত্তিক ছবি ‘গুঞ্জন সাক্সেনা : দ্য কারগিল গার্ল’-এ তাকে দেখা যাবে। ছবিটিতে তিনি গুঞ্জন সাক্সেনার ভূমিকায় অভিনয় করছেন। আর বহুল প্রতীক্ষিত এ ছবির ট্রেইলার আজ মুক্তি পেয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। কয়েক দিন আগে জাহ্নবী কাপুরের ফার্স্ট লুক দেখেছেন অনুরাগীরা।

ট্রেইলারে দেখা যায়, গুঞ্জন সাক্সেনা যুদ্ধে যাওয়ার আগে তাঁর বাবার আশীর্বাদ নিচ্ছেন। নারীর জন্য সুযোগ-সুবিধার অসুবিধা থাকা সত্ত্বেও তিনি কখনো কোনো কিছুকে পরোয়া করেননি। দেশের জন্য যুদ্ধ করতে কারগিল যুদ্ধে যাচ্ছেন। এর আগে জাহ্নবী জানান, চরিত্রটিতে অভিনয়কালে জীবনের বড় দীক্ষা পেয়েছেন। চরিত্রটি ফুটিয়ে তুলতে ইতিহাস-গড়া ওই পাইলটের সঙ্গে বেশ কিছু সময় কাটিয়েছেন জাহ্নবী কাপুর।

জাহ্নবী বলেন, ‘এটি কাজের প্রতি আপনার চেষ্টা ও কঠোর পরিশ্রমকে বের করে নিয়ে আসে। তাঁর (গুঞ্জন সাক্সেনা) দৃষ্টিভঙ্গি খুব সহজ। কেউ যদি কঠোর পরিশ্রম করেন, তবে তাঁর প্রাপ্য স্থান তিনি ঠিকই বুঝে পান। আমি আমার অগ্রাধিকারপ্রাপ্তি সম্পর্কে বেশ সচেতন। প্রায়ই আমি এ ব্যাপারে নিজেকে দোষী ভাবতাম। কিন্তু সেরাটা, যা আমি করতে পারি তা হচ্ছে, আরো কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের স্থান অর্জন করে নিতে।’

গুঞ্জন সাক্সেনা কীভাবে লিঙ্গবৈষম্যকে বাধা হিসেবে দাঁড়াতে দেননি এবং নিজেকে এর শিকার হতে দেননি, তাও উল্লেখ করেন জাহ্নবী। এর পরিবর্তে তিনি শুধু পরিশ্রম করেছেন, যা অনুপ্রেরণা জাগায়।

শরণ শর্মা পরিচালিত ছবিটিতে আরো অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, অঙ্গদ বেদি প্রমুখ।