আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

অস্ট্রেলিয়ায় বন্দুকবাজের হামলা, মৃত ৬

বন্দুকবাজের হামলায় রক্তাক্ত অস্ট্রেলিয়া। ঘটনায় প্রাণ হারান ২ পুলিশকর্মী সহ ৬ জন। এদিকে নিখোঁজ এক বন্দুকবাজের সন্ধানে পুলিশি তল্লাশি চলছে। ইতিমধ্যেই এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার এক নিখোঁজ ব্যক্তির সন্ধানে উইয়ামবিলায় একটি বাড়িতে যায় পুলিশের দল। বাড়িটিতে প্রবেশ করা মাত্রই শুরু হয় গুলিবৃষ্টি। দুষ্কৃতীদের গুলিতে ঘটনাস্থলেই দুই পুলিশকর্মীর মৃত্যু হয় বলে সূত্রের খবর। পুলিশকর্মী খুনের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ। গোটা ঘটনাটিকে অকল্পনীয় ট্র্যাজেডি বলে উল্লেখ করেছেন কুইন্সল্যান্ডের পুলিশ বিভাগের কমান্ডার কাতারিনা ক্যারল।

মঙ্গলবারই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন কাতারিনা। বন্দুকবাজদের কাছে প্রচুর হাতিয়ার ছিল বলেই জানান তিনি। ফলে বন্দুকবাজদের নিজেদের আয়ত্তে আনতে বেশ কয়েকঘণ্টা লড়াই চালাতে হয় পুলিশকে। এদিকে, দুষ্কৃতীদের গুলিতে দুই পুলিশকর্মীর মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করেছেন কুইন্সল্যান্ড পুলিশের প্রধান ইয়ার লিভারস। পরিকল্পনা করেই পুলিশকর্মীদের খুন করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। ঘটনার উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাংসদ ডেভিড লিটলপ্রাইড।