দেশ ব্রেকিং নিউজ

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল গুলমার্গ

ভয়াবহ ভূমিকম্পে জম্মু-কাশ্মীরের গুলমার্গে। শনিবার রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৫.২।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি -র জানিয়েছে, শনিবার সকাল ৮ টা ৩৪ মিনিট নাগাদ জম্মু-কাশ্মীরের গুলমার্গ থেকে ১৮৪ দূরে কম্পন অনুভূত হয়। এরপরে একাধিকবার আফটারশক অনুভূত হয়েছে বলেই জানা গিয়েছে।

ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১২৯ কিলোমিটার গভীরে। যদিও ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৩ জুন জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে ভূস্বর্গ। সেসময় রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৪। সাধারণ মানুষের মধ্যে নিমেষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি রাস্তায় বেরিয়ে আসেন সাধারণ মানুষ। যদিও সেসময় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।