দেশ ব্রেকিং নিউজ

স্কুল খুলতে মোষ বিক্ষোভ

মোষের তাণ্ডবে উত্তাল হল মধ্যপ্রদেশের শাজাপুর। প্রশাসনের ‘ঘুম’ ভাঙাতে তাকে এনেই ঘোর বিপত্তি। তার গুঁতোতেই উল্টে ঘুম ছুটে গিয়েছে বিক্ষোভকারীদের! কোভিড ও লকডাউনের জেরে এক বছরেরও বেশি সময় স্কুল বন্ধ। এখন কোভিড খানিকটা নিয়ন্ত্রণে। স্বভাবতই দেশের বিভিন্ন প্রান্তে স্কুল খোলার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। মধ্যপ্রদেশেও বেসরকারি স্কুলগুলি খোলার দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন মালিক ও ডিরেক্টররা। প্রশাসনের কাছে আবেদন করেও লাভ হয়নি। শাজাপুর জেলা শিক্ষদপ্তরের সামনে ফের বিক্ষোভ কর্মসূচি নেয় যৌথমঞ্চ আসাসকিয়া শিক্ষন সংস্থা।

এই পর্যন্ত ঠিকই ছিল। এবার প্রশাসনের ‘ঘুম’ ভাঙাতে বেশ কয়েকটি মোষকে হাজির করা হল। তাদের মধ্যে একটিকে ব্যানারের সামনে নিয়ে আসতেই সে ক্ষেপে আগুন। চোখের সামনে যাকেই দেখছে, তাকে গুঁতোচ্ছে। তেড়ে যাচ্ছে জমায়েতের দিকে। মোষের তাড়ায় গুরুতর চোট পান এক মহিলা–সহ বেশ কয়েকজন। সবমিলিয়ে বিক্ষোভের আসল উদ্দেশ্যটাই মাটি হয়ে যাওয়ার জোগাড়। পরে তাকে কোনওরকমে বাগে আনতে সক্ষম হন আন্দোলনকারীরা।

সংগঠনের সভাপতি দিলীপ শর্মা বলছিলেন, ‘বিক্ষোভ কর্মসূচিকে একটা অভিনব রূপ দিতে চেয়েছিলাম। কারণ, আমরা দীর্ঘদিন ধরে স্কুল খোলার দাবি জানিয়ে আসছি। তাতে কর্ণপাত করেনি প্রশাসন। ঠিক যেন মহিষের কাছে বাঁশি বাজিয়েই চলেছি! তাদের এই স্থবিরতাকে ভাঙতে চেয়ে কয়েকজন বিক্ষোভকারী মোষ এনেছিলেন।’ যাইহোক, পরে অবশ্য মোষটিকে ঠান্ডা করে বিক্ষোভ কর্মসূচি সম্পন্ন হয়।