৪ দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড় সফরের তৃতীয় দিনে দার্জিলিঙের ম্যালে কবি ভানুভক্তের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও থাকার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন বলেই সূত্রের খবর।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফর চলাকালীনই বুধবার দার্জিলিং যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। জিটিএ নির্বাচনের পর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতেই পাহাড়ে পা রাখছেন রাজ্যপাল, এমনটাই সূত্রের খবর। একই কারণে এই জেলাতেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বৃহস্পতিবার শপথগ্রহণ অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যেতেও পারে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে। মঙ্গলবার জিটিএ নেতাদের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। তবে চেয়ারম্যান পদে এখনও শপথ নেওয়া বাকি অনীত থাপার। তাছাড়া বিনয় তামাং সহকারী চেয়ারম্যান হিসেবে শপথ নেবেন কি না, তা নিয়েও চলছে জোর জল্পনা। এই পরিস্থিতিতে রাজভবনে অনীত থাপাকে শপথগ্রহণ করাতেই পাহাড়ে আসছেন রাজ্যপাল।
প্রশাসনিক কাজের মাঝেও খানিকটা অন্য মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। বুধবার সকাল এগারোটা নাগাদ দার্জিলিং বাজারে গিয়ে ঘুরে বেড়ালেন তিনি। বাজারের সমস্ত মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি বাচ্চাদের চকলেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজারে কতটা জিনিসপত্রের দাম, সেটাও তিনি শুনলেন। শুনলেন মানুষের অভাব-অভিযোগের কথা।