দেশ লিড নিউজ

ট্রেনের টিকিট বাতিল করতেও দিতে হবে জিএসটি

এবার থেকে ট্রেনের টিকিট বাতিল করতে হলেও দিতে হবে জিএসটি। এবার বাতিল মূল্যের ওপর বসতে চলেছে জিএসটি। অর্থাৎ টিকিট বাতিল করার জন্য এখন রেল ছাড়া কেন্দ্রকেও টাকা দিতে হবে টিকিট বাতিলকারীকে। রেলের টিকিট কাটার জন্যেও কর দিতে হয় সরকারকে।

চলতি মাসেই কেন্দ্রের অর্থ মন্ত্রালয়ের ট্যাক্স রিসার্চ ইউনিটের তরফে এই সার্কুলার জারি করা হয়েছে। টিকিট বাতিলের পাশাপাশি হোটেলে ঘর সংরক্ষণ বাতিলের ক্ষেত্রেও কর বসানোর কথা বলা হয়েছে। ট্রেনের টিকিট সংরক্ষণ করার সময় ভারতীয় রেল এবং গ্রাহকের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়।

টিকিট বাতিল করা হলে সেই চুক্তি ভাঙা হয়, এবং সে কারণেই বাড়তি অর্থ নেওয়া হচ্ছে বলে রেলের যুক্তি। এতদিন ট্রেনের টিকিট কাটার সময় ৫ শতাংশ কর দিতে হত। নতুন নিয়ম অনুযায়ী সেই টিকিট বাতিল করলেও বাতিল মূল্যের উপর আবার ৫ শতাংশ হারে জিএসটি দিতে হবে। রেলের টিকিট সফরের ১২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করা হলে টিকিটের মোট দামের ২৫ শতাংশ নেওয়া হয় বাতিল-মূল্য হিসাবে। এখন থেকে তার উপরই বসবে পণ্য পরিষেবা কর। জানা গিয়েছে,এসি টু-টায়ার, থ্রি টায়ার, সাধারণ স্লিপার শ্রেণির কামরার টিকিটের ক্ষেত্রেও এই সার্কুলার জারি করা হয়েছে।