তামিলনাড়ুর পাহাড় ঘেরা নীলগিরির জঙ্গলে এমআই- ১৭ কপ্টার ভেঙে পড়ে। বুধবার এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত সহ ১২জন। গতকালের কপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। জানা গিয়েছে, আজ উন্নত চিকিৎসার জন্য ওয়েলিংটনের সেনা হাসপাতাল থেকে বেঙ্গালুরুর কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হল তাকে । গতকাল দুর্ঘটনার পর তাঁকে ওয়েলিংটনের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল। তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল বলে জানা গিয়েছে।
আজ সংসদে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছেন, গতকালের দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত করছেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিংহ। কী কারণে এভাবে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ ১২ জনের মৃত্যু হল, তা তদন্ত করে দেখা হবে।
প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহের শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও, তিনি আপাতত স্থিতিশীল। তাঁর তিনটি অস্ত্রোপচার হয়েছে। গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহকে সুস্থ করে তোলার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, গত বছর তেজস যুদ্ধবিমান নিয়ে জরুরি পরিস্থিতির মধ্যে পড়েছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। সেই পরিস্থিতি সফলভাবে কাটিয়ে এসেছিলেন তিনি। এই সাহসিকতার জন্য এ বছরের স্বাধীনতা দিবসে শৌর্য চক্র দেওয়া হয় গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহকে ।