করোনা মোকাবিলায় পথে নেমেছে সবুজ ভলেন্টিয়ার। এদিন, রাজ্য তৃণমূল কর্মীরা করোনা মোকাবিলায় পথে নামলেন, আক্রান্ত অসুস্থ রোগীকে খাবার, ওষুধ, অক্সিজেন, অক্সিমিটার পৌঁছে দিলেন তারা। কখনো পথে করোনা সচেতনতার বার্তাও দিচ্ছেন তারা। স্কুলে স্কুলে স্যানিটাইজেশন শুরু করল সবুজ ভলেন্টিয়ার এর সদস্যরা।
এ বিষয়ে উদ্যোগ নিয়েছে বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জি, বসিরহাট মহকুমা গ্রীন ভলেন্টিয়ার এর সভাপতি শম্ভু সাহা, সবুজ হালদার সহ, ভলেন্টিয়ার এর সদস্যরা।সৈকত দাস ও নিলয় সরকার জানান, ‘ইতিমধ্যে বসিরহাট মহকুমায় ২০জন শিক্ষক করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশন রয়েছেন। গ্রীন ভলান্টিয়াররা যেভাবে রাস্তায় নেমে কাজ চালাচ্ছে তাতে আমরা অভিভূত।’
এদিন বসিরহাট হাইস্কুল, সাইপালা প্রাইমারি স্কুল, হরিমোহন দালাল গার্লস হাই স্কুল, দমকল বিভাগকে সঙ্গে নিয়ে স্যানিটাইজেশন শুরু করলেন তারা। পাশাপাশি করোনা সচেতনতা বার্তা দিলেন। সব মিলিয়ে সবুজ ভলান্টিয়ার যে এবার লাল ভলেন্টিয়ার এর পাল্টা সামাজিক কাজে দায়বদ্ধ হল তা বলা বাহুল্য। যতদিন করোনার তৃতীয় ঢেউ সংক্রমণ থাকবে ততদিন এই কাজ করে যাবেন বলে জানান উদ্যোক্তারা।
একদিকে বাড়ি বাড়ি করোনা আক্রান্ত রোগীদের খাবার, ঔষধ পৌঁছে দিচ্ছেন। অন্যদিকে কোন ব্যক্তির শ্বাসকষ্ট হলে তার জন্য অক্সিজেন পালস অক্সিমিটার নিয়ে আক্রান্ত রোগীর ঘরের দুয়ারে পৌঁছে যাচ্ছেন।সভাপতি শম্ভু সাহা বলেন, ‘আমাদের সদস্যরা দিনরাত কাজ করে চলেছে।করোনা থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত এই কাজ করে যাব।’