RG Kar সহ রাজ্যের একাধিক ঘটনায় নিঃসন্দেহে চাপে ছিল মমতা সরকার। তাই বাংলার ৬ বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন ছিল তৃণমূলের কাছে বড় পরীক্ষা। আর সেই পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেয়ে ফের একবার ‘ফার্স্ট বয়’ হিসাবেই নিজেকে প্রমাণিত করল শাসকদল। আরজি করের ঘটনার কোনও প্রভাবই কার্যত পড়ল না তৃণমূলের ভোট ব্যঙ্কে।
বাংলার ৬ টি কেন্দ্র- নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, মাদারিহাট ও সিতাইয়ের বিধানসভা উপনির্বাচনে একেবারে রেকর্ড ভোটে জয় পেলেন তৃণমূল প্রার্থীরা। কয়েকটি ক্ষেত্রে ওই কেন্দ্রে আগের জয়ের রেকর্ড মার্জিনকেও ছাপিয়ে গিয়েছেন জয়ী প্রার্থীরা। যা অনেকটাই তৃণমূল কংগ্রেসকে স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।
এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন, RG Kar -এর ঘটনার সঙ্গে তৃণমূলের যে কোনও ভূমিকা ছিল না তা বাংলার মানুষ বুঝতে পেরেছে। ঘটনাকে কেন্দ্র করে একদল নোংরা রাজনীতি করেছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। আর এর বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে বলেও এদিন দাবি করেন ব্যারাকপুর লোকসভার তৃণমূল সাংসদ। তবে আরজি কর হাসপাতালের ঘটনাকে রাজনীতির মধ্যে না নিয়ে আসাই উচিৎ বলেই মনে করেন বাম শীর্ষ নেতৃত্ব।