বঙ্গে লোকসভা নির্বাচনে সবুজ ঝড়। ধস বিজেপির। ২০১৯ এর নির্বাচনে রাজ্যে বিজেপির আসন ছিল ১৮। এবার তা কমে দাঁড়াল ১২। স্বভাবত হতাশ গেরুয়া শিবির।
অপরদিকে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের আসন বেড়ে দাঁড়াল হল ২৯। ২০১৯ -এ কংগ্রেস ২ টি আসন পেলেও এবার তাদের ঝুলিতে গেল মাত্র ১ টি আসন।
উল্লেখ্য, তৃণমূল শুধু বেশি আসনই পায়নি। শতাংশের হিসেবে তারা ভোটও বাড়িয়েছে অনেকটাই। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, ২০১৯ এর তুলনায় প্রায় সাড়ে ৩ শতাংশ বেশি ভোট পেয়েছে তৃণমূল। ২০১৯ সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৪৩.৩ শতাংশ ভোট। আর এবার তা বেড়ে হল ৪৬.৯ শতাংশ। অপরদিকে বিজেপির ভোট কমেছে ২ শতাংশের কিছু বেশি।
রাজ্যে ভালো ফল করার পরই মোদির পদত্যাগ দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “প্রধানমন্ত্রী তাঁর বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। এজন্য তাঁর পদত্যাগ করা উচিত। এই ফলে আমি খুশি কারণ বিজেপি কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি দিয়ে আমাদের ও অন্যান্য দলের ওপরে নানাভাবে অত্যাচার করছিল। তাদের অহংকার অত্যন্ত বেড়ে গিয়েছিল।”