প্রায় দু’বছর ধরে মারণ ভাইরাসের কারণে স্তব্ধ হয়ে আছে গোটা বিশ্ব।বারবার সাময়িক লকডাউন দোকানপাট, স্কুল-কলেজ সব বন্ধ হয়ে আছে। পাশাপাশি, সিনেমা হল গুলিও ঠিক মত চলছে না। তাই ছবি ব্যবসা মুখ থুবড়ে পড়েছে বলা যায়। ফলে বহু ছবির মুক্তিও আটকে রয়েছে।
২০২১ এর দীপাবলিতে মুক্তি পায় পরিচালক রোহিত শেট্টির ছবি ‘সূর্যবংশী’। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ। এছাড়াও ছিলেন অজয় দেবগন এবং রণবীর সিংহ। বক্স অফিসে বিরাট সাফল্য পায় এই ছবি। গত বছরের শেষের দিকে মুক্তি পেয়েছিল বহু প্রতীক্ষিত ছবি ‘এইট্টি থ্রি’। এই ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন রণবীর সিংহ। মুক্তির পর করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভালো ব্যবসা করতে পারেনি এই ছবি।
করোনার কারণে দেশে সাফল্য না পেলেও অস্ট্রেলিয়ায় বক্সঅফিস কাপাচ্ছে ‘সূর্যবংশী’এবং ‘এইট্টি থ্রি’ এই দুটি ছবি।
সম্প্রতি, দুটি ছবির অস্ট্রেলিয়ার বক্স অফিস কালেকশন এর কথা সোশ্যাল মিডিয়ায় জানান ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তিনি লেখেন, ‘করোনা আবহেও দুটি ভারতীয় ছবি ‘সূর্যবংশী’ এবং ‘এইট্টি থ্রি’ অস্ট্রেলিয়ায় বক্স অফিস দুর্দান্ত ফর্মে রয়েছে।
অস্ট্রেলিয়ায় ‘সূর্যবংশী’ ব্যবসা করেছে ৮.০৩ কোটি টাকার এবং ‘এইট্টি থ্রি’ ব্যবসা করেছে ৭.৩৯ কোটি টাকার।