দেশ ব্রেকিং নিউজ

বড়সড় সাফল্য ! মানব পাচার চক্রে গ্রেফতার ৪৪

মানব পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য এনআইএ-র। মানব পাচার চক্রের হদিস পেতে দেশজুড়ে মঙ্গলবার মধ্যরাত থেকেই তল্লাশি অভিযান শুরু করেছে এনআইএ। বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছিল এনআইএ-র অভিযান। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, কর্নাটক, তামিলনাড়ু, তেলঙ্গানা, হরিয়ানা, রাজস্থান, জম্মু-কাশ্মীর ও পুদুচেরি সহ মোট ৫৫টি জায়গায় দিনভর তল্লাশি চালানো হয়। এরপরই মোট ৪৪ জনকে গ্রেফতার করে এনআইএ। বুধবার এনআইএ মানব পাচারের অভিযানে পশ্চিমবঙ্গ থেকে ৩ জন, ত্রিপুরা থেকে ২১ জন, কর্নাটক থেকে ১০ জন, অসম থেকে ৫ জন, তেলেঙ্গানা, পুদুচেরি ও হরিয়ানা থেকেও ১ জন, তামিলনাড়ু থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে নগদ ২০ লক্ষ টাকা ও ৪৫৫০ মার্কিন ডলারও বাজেয়াপ্ত করা হয়েছে। সেইসঙ্গে বিপুল পরিমাণে নকল আধার কার্ড ও প্যান কার্ড উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে অধিকাংশই বাংলাদেশ থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদেরই এদেশে অনুপ্রবেশে সাহায্য করা হত। এরপর ভারতের বিভিন্ন প্রান্তে তাঁদেরকে নকল পরিচয়ে বসবাস করতেও সাহায্য করত অভিযুক্তরা। অনুপ্রবেশকারীদের পাচারের সঙ্গে যুক্তদের চিহ্নিত করতে বাংলাদেশ সরকারের কাছ থেকেও সাহায্য চাওয়া হবে বলেই সূত্রের খবর। ইতিমধ্যেই ভারত–বাংলাদেশ সীমান্তে পাচার সহ নাশকতা রুখতে বিশেষ পদক্ষেপ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পাচার রুখতে কড়া পদক্ষেপ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও। এই পর্যটন ব্যবসার আড়ালে অভিযুক্ত ওই পর্যটন ব্যবসায়ী কোনও ব্যক্তিকেও বাংলাদেশে পাচার করে থাকতে পারেন বলেই মনে করা হচ্ছে।