এবার বড়দিন উপলক্ষে ২৬ ডিসেম্বরও সরকারি ছুটি ঘোষণা নবান্নর। অর্থ দফতরের জারি করা নির্দেশিকা মারফত জানা গিয়েছে, চলতি বছর ২৬ ডিসেম্বর ছুটি পাবেন সরকারি কর্মীরা এবং এই ছুটি ক্রিসমাসের ছুটি হিসেবেই বিবেচিত হবে। বুধবার নবান্নের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
চলতি বছরে ২৫ ডিসেম্বর পড়েছে রবিবার। কার্যত সেকারণেই ২৬ ডিসেম্বর রাজ্য সরকারি কর্মীদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সোমবারও বন্ধ থাকবে সমস্ত সরকারি দফতর। নবান্নের নির্দেশিকা অনুযায়ী, স্কুল-কলেজ সহ সমস্ত সরকারি প্রতিষ্ঠানের কর্মীরাই এই ছুটি পাবেন। এদিকে ২৪ ডিসেম্বরও শনিবার হওয়ার কারণে বন্ধ থাকবে রাজ্যের অধিকাংশ সরকারি প্রতিষ্ঠান। তাই ২৪ থেকে ২৬ ডিসেম্বর টানা ৩ দিন ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা।
নবান্নের নয়া নির্দেশিকা অনুয়ায়ী, ২৪ থেকে ২৬ ডিসেম্বর টানা তিনদিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি কর্মীরা। স্বাভাবিক ভাবেই নবান্নের এই ঘোষণায় উচ্ছ্বসিত সরকারি কর্মীরা। এর ফলে বছর শেষে বড়দিনে বড় পাওনা সরকারি কর্মচারীদের।