ব্রেকিং নিউজ রাজ্য

তিলোত্তমায় মহামিছিল, পা মেলাবেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো’কে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির তালিকায় যুক্ত করেছে ইউনেস্কো। দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ায় ধন্যবাদ জ্ঞাপনের জন্য মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার তিলোত্তমায় হবে মহা মিছিল। পা মেলাবেন মুখ্যমন্ত্রী। প্রস্তুতি তুঙ্গে।

ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি রাজ্যের দুর্গাপূজাকে। আগামীকাল মহামিছিল। ইউনেস্কোর প্রতিনিধিদের সম্মান জানানো হবে। রেড রোডে তৈরি হচ্ছে মঞ্চ। রেড রোডকে উৎসবের মেজাজে সাজিয়ে তোলা হচ্ছে। মূল মঞ্চে থাকবে দুর্গা মূর্তি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গেট থেকে শুরু হবে এই মহা মিছিল। রাস্তার দুপাশে প্রাথমিক স্বাস্থ্য ও পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে। দুপুর একটা থেকে বিকেল চারটে পর্যন্ত সেন্ট্রাল অ্যাভেনিউ-এর যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সেন্ট্রাল এভিনিউ হয়ে মিছিল ধর্মতলার ডরিনা ক্রসিং থেকে রানী রাসমণি রোড হয়ে পৌঁছবে রেড রোডে। গিরিশ পার্ক থেকে রেড রোড পর্যন্ত রাস্তার দু’ধারে এলইডি স্ক্রিন লাগানোর ব্যাবস্থা করা হয়েছে। চূড়ান্ত পর্যায়ে শেষ তুলির টান। এদিকে বৃহস্পতিবারের এই মহামিছিল ঘিরে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে কলকাতার রাস্তায় বেশ কিছু যান চলাচলে বিধি নিষেধ রাখা হয়েছে।