আন্তর্জাতিক

কৃষ্ণাঙ্গ মৃত্যুতে জুরি গঠন নিউ ইয়র্কে

ড্যানিয়েল প্রুডের মৃত্যুর তদন্তে গ্র্যান্ড জুরি গঠনের কথা ঘোষণা করলেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল। গত মার্চে নিউ ইয়র্কে মৃত্যু হয় এই কৃষ্ণাঙ্গ ব্যক্তির। পুলিশের বিরুদ্ধে ড্যানিয়েলকে শ্বাসরোধ করে মারার অভিযোগ ওঠে। ড্যানিয়েল প্রুডের উপর পুলিশের অত্যাচার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে হইচই ফেলে দেন ওই কৃষ্ণাঙ্গ নাগরিকের পরিবারের সদস্যরা। সেখানে দেখা যায়, ফাঁসির আসামির মতো তাঁর মুখে কাপড়ের কভার পরিয়ে, ফুটপাথে চেপে ধরে শ্বাসরুদ্ধ করে মারে বর্বর পুলিশ।
কৃষ্ণাঙ্গ মৃত্যু নিয়ে অ্যাটর্নি জেনারেল লেটিয়া জেমস জানান, প্রুডের পরিবার এবং রচেস্টারের মানুষ এই ঘটনায় চরম বেদনা ও যন্ত্রণার মধ্য দিয়ে কাটিয়েছে। ড্যানিয়েলের মৃত্যুর সম্পূর্ণ তদন্তের অংশ হবে গ্র্যান্ড জুরি। তিনি গ্র্যান্ড জুরি গঠনের কথা ঘোষণ করেন।
তাঁর অপরাধ রাস্তায় উলঙ্গ হয়ে ছুটছিলেন। এই অসভ্যতার উচিত শিক্ষা দিতে ওই কৃষ্ণাঙ্গকে পুলিশ প্রাণেই মেরে ফেলে। কৃষ্ণাঙ্গ খুনের গোটা ঘটনা ভিডিও ধরা রয়েছে। যা ঘটেছে পশ্চিম নিউ ইয়র্ক শহরে। কেনোশা শহরে আর এক কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্ল্যাককে পুলিশের গুলি করার ঘটনায় যখন উত্তেজনা তৈরি হচ্ছে আমেরিকায়, কেনোশার গণ্ডি পেরিয়ে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ প্রতিবাদ নতুন করে যখন দানা বাঁধছে, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্পের পুলিশের আরও এক বর্বরতার ছবি সামনে আসে।