জেলা ব্রেকিং নিউজ

ফের গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে

বিনা ভোটাভুটিতে কালিয়াগঞ্জের মালগাঁ গ্রামপঞ্চায়েত তৃনমূল কংগ্রেসের দখলে এল। বিরোধীরা গরহাজির থাকায় কংগ্রেসের উপপ্রধানের বিরুদ্ধে পাশ হয়ে গেল তৃনমূলের আনা অনাস্থা প্রস্তাব। আগেই পঞ্চায়েতের বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা পাশ হয়ে গিয়েছিল।

এদিন ছিল কংগ্রেসের উপপ্রধান গৌতম বর্মনের বিরুদ্ধে অনাস্থা। কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের ব্যাস্থাপনায় মালগাঁ গ্রামপঞ্চায়েতে তলবি সভার আয়োজন করা হয়েছিল। ১৯ সদস্য বিশিষ্ট মালগাঁ গ্রামপঞ্চায়েতের ১১ জন তৃনমূল সদস্য হাজির হলেও এদিনের তলবি সভায় গরহাজির ছিলেন বিরোধী বিজেপি, কংগ্রেস ও বামেদের সদস্যরা।

সুতরাং বিনা ভোটাভুটিতে এদিনের তলবি সভায় কংগ্রেসী উপপ্রধানের অপসারন প্রক্রিয়া সম্পূর্ণ হয়।
গত আগস্ট মাসে বিজেপি পরিচালিত মালগাঁ গ্রামপঞ্চায়েতের বিজেপির প্রধানকে পদচ্যুত করে ক্ষমতার দখল নেয় তৃনমূল। এরপর গত ২৬ আগস্ট তৃনমূলের ১১ জন সদস্য পঞ্চায়েতের কংগ্রেসী উপপ্রধান গৌতম বর্মনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। এদিনের তলবি সভায় মালগাঁ গ্রামপঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা পাশ হতেই পঞ্চায়েতের বাইরে তৃনমূল কর্মীরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন।