শীতের সকালে এক কাপ গরম চায়ে আলতো চুমুক মেজাজটাই বদলে দেয় এই মেজাজটাকেই ভালোবাসে শীতপ্রিয় বাঙালি। নিম্নচাপের জেরে একটু দেরি করে হলেও এবার জাঁকিয়ে পড়তে চলেছে শীত। আজ শহরের সবথেকে শীতলতম দিন। কলকাতা তাপমাত্রা ১৪.২ ডিগ্রি। পাশাপাশি, অনেকটা কমেছে জেলার তাপমাত্রাও।
নিম্নচাপের প্রভাবে বারবার আটকে যাচ্ছিল শীত। শীতের চাদরের পরিবর্তে বৃষ্টিতে ভিজছিল শহর। অবশেষে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পরিবর্তন হল আবহাওয়ার। নিম্নচাপ কাটতেই উত্তরে হাওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যে। ফলে তাপমাত্রার কমতে শুরু করেছে। সেই সঙ্গে বাড়ছে কুয়াশার দাপট।
পুরুলিয়া, বাকুঁড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের তাপমাত্রা কমতে শুরু করেছে। মঙ্গলবার এই সব জেলায় তাপমাত্রা রয়েছে ১২ ডিগ্রির আশেপাশে। দার্জিলিংয়ের তাপমাত্রা পৌঁছেছে ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। শিলিগুড়ি, জলপাইগুড়ির তাপমাত্রা রয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
মৌসম ভবন সূত্রে খবর, পশ্চিমি ঝঞ্ঝার জেরে জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। রাজস্থান, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে শৈত্যপ্রবাহ বইবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝা পূর্ব দিকে সরলে রাজ্য কনকনে ঠান্ডা পড়বে। আবহাওয়া অফিসের খবর, পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে উত্তর ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
রাজ্যে এখন শীতের আমেজ। এই মুহূর্তে নিম্নচাপের কোনও সম্ভাবনা নেই। উত্তর-পশ্চিম ভারতের দিকে পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে। এই ঝঞ্ঝা কাটলে উত্তরে হাওয়ার দাপট আরও বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস। ফলে বড়দিনের আগে রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে।