আসমুদ্র–হিমাচলে গেরুয়া ঝড় তোলার পরই সরকারি নজরদারিতে চলে এল অনলাইন নিউজ পোর্টাল ও নেটফ্লিক্সের মতো কনটেন্ট প্রোভাইডাররাও। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নজরদারির আওতায় আনা হচ্ছে তাদের। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষর করা নয়া বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। যা নিয়ে তৈরি হয়েছে জোর চর্চা।
এতদিন ডিজিটাল কনটেন্টের উপর নজরদারি চালানোর জন্য কোনও আইন বা স্বশাসিত সংস্থা ছিল না। সেটা নিয়ে আসতে চাইছিল কেন্দ্র। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সেই পথেই হাঁটতে চলেছে সরকার। একটি স্বশাসিত সংস্থার মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মগুলির উপর নজরদারি চালানোর দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছিল। তার ভিত্তিতে অক্টোবর মাসে এই ব্যাপারে কেন্দ্রের জবাবদিহি তলব করে সর্বোচ্চ আদালত। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক, ইন্টারনেট এবং মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াকে নোটিশ পাঠায় আদালত।
বিভিন্ন নিউজ পোর্টাল ছাড়াও ইন্টারনেটের মাধ্যমে হটস্টার, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও’র মতো যে বিভিন্ন স্ট্রিমিং সার্ভিস রয়েছে, তা সবই ওটিটি প্ল্যাটফর্মে পড়ে। পিটিশনে বলা হয়, সেন্সর–বোর্ডের অনুমতি ছাড়াই ওটিটি ও বিভিন্ন ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে চিত্রনির্মাতা ও শিল্পীরা নিজেদের ফিল্ম ও সিরিজ কোনও নিয়ন্ত্রণ ছাড়াই নিজেদের মতো করে দর্শকদের সামনে তুলে ধরেন।
উল্লেখ্য, আগে অন্য একটি মামলায় সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছিল, ডিজিটাল মিডিয়ার উপর নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে। ডিজিটাল মিডিয়ায় হেট স্পিচ বন্ধ করতে এই নিয়ন্ত্রণ জারি করার জন্য নির্দেশিকা তৈরির কথা বলেছিল কেন্দ্র।
২০১৯ সালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর বলেছিলেন, মিডিয়ার স্বাধীনতা খর্ব হয়, এমন কোনও পদক্ষেপ করবে না কেন্দ্রীয় সরকার। তবে ওভার দ্য টপ প্ল্যাটফর্মের উপর কিছু নিয়ন্ত্রণ প্রয়োজন। তবে এই ঘটনায় কেন্দ্রের চাপ আসতে পারে বিভিন্ন অনলাইন পোর্টালে বলে মনে করা হচ্ছে।
