ব্রেকিং নিউজ রাজ্য

শর্তসাপেক্ষে বাজি পোড়ানোর অনুমতি পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের

রাজ্যে শর্তসাপেক্ষে বাজি পোড়ানোর অনুমতি দিল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। দীপাবলি এবং ছটপুজোয় মাত্র ২ ঘণ্টা এবং বড়দিন ও বর্ষবরণের রাতে ৩৫ মিনিট করে বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বাজি পোড়ানো নিষিদ্ধ করার জন্য কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। যদিও সে মামলার রায় এখনও দেয়নি কলকাতা হাই কোর্ট।

গত বছর কালীপুজো, দীপাবলির সময় করোনার দাপট ছিল অনেক বেশি। বহু মানুষের শরীরে থাবা বসিয়েছিল করোনা। সে সময় পোড়ানো বাজির ধোঁয়ায় পরিবেশ দূষণের ফলে করোনা রোগীদের শারীরিক অসুস্থতা আরও বাড়তে পারে সেই আশঙ্কায় বাজি পোড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি। এবারও গত বছরের মতো বাজি পোড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি থাকবে কিনা তা জানা যাবে। তবে জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের রায়দানের আগেই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বাজি পোড়ানোর অনুমতি দিল।