ব্রেকিং নিউজ রাজ্য

ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জলপাইগুড়িতে রাজ্যপাল

জলপাইগুড়িতে এলেন রাজ্যপাল। রবিবার রাতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধ্বংসী ঘূর্ণিঝড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার সকাল হতেই সেখানে উপস্থিত রাজ্যপাল সিভি আনন্দ বোস। জলপাইগুড়ি পূর্ত দপ্তরের পরিদর্শন কুঠিতে এসে ওঠেন তিনি।

এখান থেকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি থাকা ঘূর্ণিঝড়ে আহতদের সঙ্গে দেখা করেন তিনি। কথা বলেন আহতদের সঙ্গে। তাঁর সঙ্গে ছিলেন জলপাইগুড়ির সাংসদ‌ ডাঃ জয়ন্তকুমার রায়। ঝড় বিধ্বস্ত ‌পরিস্থিতির‌ জন্য ইতিমধ্যেই নিজের‌ সমস্ত নির্বাচনী কর্মসূচি বাতিল করেছেন সাংসদ‌ জয়ন্তকুমার রায়।

জলপাইগুড়িতে আসার পর রাজ্যপালকে‌ এদিন জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড‌ অফ‌ অনার‌ দেওয়া হয়। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ময়নাগুড়ির বার্নিশে ঝড় বিধ্বস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়ার‌ কথা রয়েছে রাজ্যপালের‌।।