ব্রেকিং নিউজ রাজ্য

মমতা–ডিজিকে তলব রাজ্যপালের

সোমবার সকাল থেকেই রাজভবন–নবান্ন জটিলতা বাড়ল। ব্যারাকপুর শিল্পাঞ্চলের ডাকাবুকো বিজেপি নেতা মণীশ শুক্লাকে গুলি করে হত্যার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকার। এমনকী রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মন্তব্য করে রাজ্যপাল নিজেই ট্যুইটে জানান, মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশের ডিজি শ্রী বীরেন্দ্রকে সমন পাঠিয়েছে রাজভবন। এছাড়াও ডেকে পাঠানো হয়েছে অতিরিক্ত মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে।
স্থানীয় সূত্রে খবর, টিটাগড়ে রবিবার সন্ধ্যেবেলা থানার সামনেই খুন হলেন বিজেপি’‌র দাপুটে নেতা মনীশ শুক্লা। এলাকায় অর্জুন সিংয়ের ডানহাত বলেই পরিচিত ছিলেন মনীশ। সন্ধ্যেবেলা গাড়ি থেকে নামতেই দুটি মোটরবাইকে চড়ে আসা চারজন দুষ্কৃতী মণীশ শুক্লাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। প্রায় ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। যদিও পুলিশ বলছে সাত রাউন্ড গুলি চালানো হয়েছে। যার মধ্যে চারটি গুলি লাগে মণীশের মাথায়, পেটে এবং বুকে।
দলীয় সূত্রে খবর, রবিবার অর্জুন সিংয়ের সঙ্গে হাওড়ার বৈঠক সেরে তিনি ফিরেছিলেন। টিটাগড় পার্টি অফিসে ঢুকতে যাবেন, তখনই মোটরবাইক থামিয়ে দুই যুবক এসে দাঁড়ায়। তারপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চারটে গুলি করে মণীশের বুকে–মাথায়। নিজের খাসতালুকে রাস্তায় লুটিয়ে পড়েন ব্যারাকপুর শিল্পাঞ্চলের দাপুটে বিজেপি নেতা মণীশ শুক্লা। ততক্ষণে চম্পট দিয়েছে আততায়ীরা। মণীশকে নিয়ে কলকাতার হাসপাতালে ছুটলেন অনুগামীরা। কিন্তু বাঁচানো গেল না। রাতেই খবর এল মণীশ মারা গিয়েছেন।
তারপর মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নিল টিটাগড়। বিটি রোড অবরোধ হল। পরিস্থিতি সামলাতে র‍্যাফ–পুলিশ বাদ গেল না কিছুই। সোমবার ব্যারাকপুর লোকসভা এলাকায় ১২ ঘণ্টার বন্‌ধ পালন করছে বিজেপি। মণীশ শুক্লা হত্যাকাণ্ডে সিবিআই তদন্ত দাবি করেছে বিজেপি। খুনের বিষয়টি জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে।
টিটাগড়ে পুরানি বাজারে রাস্তার ধারে যে ক’‌টি গাড়ি দাঁড়িয়েছিল, সেগুলিতে ভাঙচুর চলে। টিটাগড় থানার পুলিশ–র‍্যাফ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পুরানি বাজারে চলে আসেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা। মনোজকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা। পুলিশ লাঠিচার্জ করে বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। রাতের দিকে বিটি রোড অবরোধ হয়। মণীশ খুনের দায় তৃণমূলের উপরেই চাপিয়েছে বিজেপি। তৃণমূলের নেতা তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বলেন, ‘‌এই ঘটনায় তৃণমূলের কেউ যুক্ত নয়। বিজেপি’‌র কোন্দলেই এই খুন।’‌ পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানান, দুষ্কৃতিদের খোঁজ পেতে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।