গোটা নভেম্বর মাস তিনি পাহাড়ে থাকবেন। সেখানে ঠাণ্ডা নেমে এসেছে। কিন্টু তাঁর টুইট খোঁচায় সরগরম হয়ে উঠেছে রাজ্য–রাজনীতি। দার্জিলিংয়ের রাজভবনে বসেই সামলাচ্ছেন সমস্ত দায়িত্ব। সোমবার উত্তরবঙ্গের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তলব করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকার। একইসঙ্গে রাজ্যের পুলিশ–প্রশাসনের বিরুদ্ধে ফের উষ্মাপ্রকাশ করলেন রাজ্যপাল। টুইটে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। রাজ্য–রাজনীতিতে এই মন্তব্য সরাসরি মমতা প্রশাসনের বিরুদ্ধেই তা মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
সোমবার সকালে পর পর বেশ কয়েকটি টুইট করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করেন তিনি। ওই টুইটে রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন। আইনের ধ্বজাধারীরাই বর্তমানে রাজনৈতিক দলদাসে পরিণত হয়েছে বলেও কটাক্ষ করেন তিনি। প্রত্যেকের রাজনৈতিকভাবে নিরপেক্ষতা থাকা উচিত বলে টুইটে দাবি করেন রাজ্যপাল জগদীপ ধনকার।
দায়িত্ব নেওয়ার পর থেকে বারবার রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকার। কখনও প্রশাসনিক আবার কখনও বা শিক্ষাক্ষেত্রে অস্বচ্ছতার অভিযোগে সুর চড়িয়েছেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলেও দাবি করেছেন। রাজ্য পুলিশের ডিজির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
উল্লেখ্য, অক্টোবর মাসের শেষের দিকে দিল্লি সফরে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকার। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ক্রমশ অবনতি হচ্ছে, শাহের কাছে নালিশ জানান রাজ্যপাল।