ব্রেকিং নিউজ রাজ্য

হাওড়ায় পুরভোট না হওয়ার জন্য দায়ী রাজ্যপাল: তৃণমূল সাংসদ

হাওড়ায় পুরভোট না হওয়ায় সরাসরি রাজ্যপালকে দায়ী করলেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি স্বীকার করে নেন, ২০২৪ এ লোকসভা ভোটের আগে এখনও হাওড়ায় পুরভোট না হওয়ায় তিনি যথেষ্ট চাপে আছেন। পাশাপাশি ভোট না হওয়ায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। যার প্রভাব লোকসভা ভোটেও পড়বে বলে মনে করছেন হাওড়ার সাংসদ। এর প্রতিবাদে তিনি রাজ্যপালকে হাওড়ায় ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দেন। প্রায় সাড়ে ৩ বছর আগে হাওড়া পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছে। যার প্রভাব ২০১৯ এর লোকসভা ভোটেও পড়েছিল বলে মনে করেন তিনি।

সম্প্রতি, রাজ্যের ১১৩ টি পুরসভায় ভোট হলেও হাওড়া ও বালিতে পুরভোট হয়নি। এর জন্য রাজ্যপালকেই সরাসরি দায়ী করেছেন প্রসূন। তিনি বলেন, “রাজ্যপাল ফাইলে স্বাক্ষর না করার জন্যই ভোট আটকে রয়েছে। আমাকে সবাই জিজ্ঞেস করছেন কবে হাওড়া ও বালিতে পুরসভার ভোট হবে। নির্বাচিত বোর্ড না থাকলে অনেক সময়ই পুর পরিষেবা ব্যাহত হয়। ২০২৪এ লোকসভা ভোট। তার আগে পুর পরিষেবার মান যাতে না উন্নত হয় সেই জন্যেই রাজ্যপাল এখানে ভোট করাতে চাইছেন না। এর প্রতিবাদে আমরা হাওড়ায় গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছি।”

রাজ্যপালকে অপসারণের দাবিতে সেই গণস্বাক্ষর নিয়ে রাষ্ট্রপতির দারস্থ হবেন বলে জানান তিনি। পাশাপাশি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধেও সরব হন প্রসূন। তার অভিযোগ, সাঁতরাগাছিতে আন্ডারপাস তৈরি থেকে আরতি কটন মিল নিয়ে কেন্দ্রের বারবার দৃষ্টি আকর্ষণ করলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।