এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করোনা প্রতিরোধের প্রচেষ্টাকে দরাজ সার্টিফিকেট দিলেন রাজ্যপাল জগদীপ ধনকার। বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়ালেন তাতে প্রশংসা না করে উপায় নেই তাঁর। কেন্দ্র–রাজ্যের সমন্বয়ে করোনা মোকাবিলায় কোনও খামতি রাখছে না প্রশাসন। তাই রাজনৈতিক উর্ধ্বে উঠে লড়াই করার আহ্বান করলেন রাজ্যপাল।
রবিবার তিনি টুইটে লেখেন, ‘রাজ্য এবং কেন্দ্র যেভাবে করোনা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ করছে তা প্রশংসনীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদাহরণ তৈরি করেছেন। রাজ্যকে ১০ হাজার করোনা পরীক্ষার সামগ্রী পাঠিয়েছে কেন্দ্র। রাজনৈতিক উর্ধ্বে উঠে লড়াই করতে হবে।’ বাজার পরিদর্শন থেকে গরীবদের মুখে খাবার তুলে দেওয়া—নজির গড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। যার প্রশংসা করলেন রাজ্যপাল।
সোশ্যাল ডিসটেন্স বজায় রাখার আহ্বান জানিয়ে নিজেই খড়ি দিয়ে এঁকে দেখিয়ে দিচ্ছেন। মমতার এহেন তৎপরতায় কেন্দ্রও খুশি। যার ফলে প্রধানমন্ত্রী–স্বরাষ্ট্রমন্ত্রী–বিদেশমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে ফোন করে প্রশংসা করেছেন এবং ধন্যবাদও জানিয়েছেন। এবার সেই পথে পা বাড়ালেন রাজ্যপাল।