দেশ ব্রেকিং নিউজ

আবহাওয়া দপ্তরে জগদীপ ধনকার

ঘূর্ণিঝড় আছড়ে পড়া এখন শুধু সময়ের অপেক্ষা। বাংলা কতটা প্রস্তুত সেই পরিস্থিতি সামাল দিতে, আবহাওয়া দপ্তরের আপডেটই বা কী তা জানতে আলিপুর আবহাওয়া দপ্তরে হাজির হলেন রাজ্যপাল জগদীপ ধনকার। সেখানে পূর্বাঞ্চলীয় আবহাওয়া অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে জানেন তিনি। রাজ্যপাল বলেন, ‘‌দুর্যোগ মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে কেন্দ্রীয় এবং রাজ্যের সংস্থাগুলি।’‌
ইয়াস মোকাবিলায় রাজ্য সরকারের সক্রিয়তার প্রশংসাও করে বলেন, ‘‌আমফানের পুনরাবৃত্তি চাই না। কেন্দ্র–রাজ্য এক যোগে কাজ করছে ইয়াস মোকাবিলায়।’‌ যদিও রাজ্যপালের এই সফর নিয়ে আবারও কটাক্ষ শোনা গিয়েছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি বলেন, ‘‌আবহাওয়াই তো বোঝার চেষ্টা করবেন এখন। উনি কোনওটাই তো বুঝতে পারেন না।’‌
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজ্যপাল বলেন, ‘আমি সেনাবাহিনী, নৌসেনা, বাসুয়েনা, এনডিআরএফ, বিএসএফ সবার সঙ্গে কথা বলেছি। রাজ্য–কেন্দ্রের সংস্থাগুলি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। সবার লক্ষ্য একটাই, মানুষের যেন কোনও সমস্যা না হয়।’ রাজ্যপাল জগদীপ ধনকারের কথায়, আমফানের সময় যে সঙ্কট এসেছিল তার পুনরাবৃত্তি যেন না হয় তা দেখাই এবার মূল কর্তব্য। ভারতীয় বায়ুসেনা এবার অনেক বেশি ব্যবস্থা করে রেখেছে। ভারতীয় নৌসেনাও বিশাখাপত্তনম থেকে বিশেষ দল নিয়ে এসেছে। এনডিআরএফও প্রস্তুত। রাজ্য সরকারও পুরোপুরি সক্রিয়।
এদিন রাজ্যপাল জানান, প্রযুক্তিতে অনেক এগিয়ে গিয়েছে ভারত। তাই এখন ঘূর্ণিঝড়ের নির্ভুল পূর্বাভাস দেওয়া যায়। মানুষকে বাঁচাতে আগাম পদক্ষেপ করতে পারে প্রশাসন। রাজ্য সরকার ইতিমধ্যেই হাজার হাজার মানুষকে বিপদমুক্ত জায়গায় উদ্ধার করে নিয়ে এসেছে বলে প্রশংসা করেন রাজ্যপাল।