আবার দিল্লি সফরে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকার। মঙ্গলবার রাতেই দিল্লি উড়ে যাচ্ছেন তিনি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তিনদিন রাজধানীতেই থাকবেন তিনি। সূত্রের খবর, শুধু শাহ নন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন বাংলার রাজ্যপাল। সময় চেয়েছেন তিনি। কথা হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও।
সোমবারই রাজভবনে ধনকারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী–সহ বিজেপির একাধিক বিধায়ক। রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে তাঁরা রাজ্যপালের কাছে অভিযোগও জানান। সেইসব রিপোর্ট নিয়ে জগদীপ ধনকার দিল্লি সফরে যাচ্ছেন।
একইসঙ্গে দলত্যাগ বিরোধী আইন যাতে বাংলায় কার্যকর হয় তা নিয়েও আলোচনা করবেন তিনি।
আগামী ১৮ জুন কলকাতায় ফিরবেন ধনকার। রাজ্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধনকারের দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ বিজেপি–সহ রাজ্যপালও এখানে রাষ্ট্রপতি শাসন জারি চান বলে খবর। একুশের নির্বাচন পরবর্তী বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে সোচ্চার হন দুই বিজেপি নেতা। ৩৫৬ ধারা জারি নিয়ে সরব হন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। শুভেন্দুর মন্তব্য, ৩৫৬ ধারা যেসব কারণে কার্যকর করা হয়, তার থেকেও খারাপ অবস্থা বাংলায়। তারপরই রাজ্যপালের সফর বেশ ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে।