নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে তলব করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকার। আর এই ঘটনায় রাজ্য–রাজভবন সংঘাত ফের দেখা দিল। রাজ্যপালের অভিযোগ, নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট এখনও দিয়ে উঠতে পারেননি স্বরাষ্ট্রদপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব এইচ এস ত্রিবেদী। আর তাই শনিবার সন্ধ্যে ৭টায় রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়কে রাজভবনে তলব করলেন রাজ্যপাল। শনিবার সকালে টুইট করে সে কথা নিজেই জানান তিনি। নির্বাচন পরবর্তী হিংসা রাজ্য সরকারের ব্যর্থতা বলেও উল্লেখ করেন রাজ্যপাল।
রাজ্যপাল টুইটে লিখেছেন, গত ৩ মে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনার যে রিপোর্ট জমা করেছিলেন, সেগুলিও রাজ্যপালকে পাঠাননি তিনি। আমার নির্দেশের পরেও রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিবের নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা নিয়ে রিপোর্ট না দেওয়াকে কোনও মতেই সমর্থন করা যায় না। তাঁর অভিযোগ, প্রশাসনের কাজকর্ম সংবিধানের জন্য দুর্ভাগ্যজনক। এটাকে উপেক্ষা করা যায় না। নির্বাচনের পরে রাজ্যে হিংসার ঘটনা ঘটলেও সাংবিধানিক প্রধানকে কোনও তথ্য দেওয়া হচ্ছে না। এমন আচরণ প্রত্যাশিত নয় বলে দাবি করেছেন রাজ্যপাল।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংঘর্ষের খবর আসে। ভোট পরবর্তী হিংসায় মারাও গিয়েছেন বেশ কয়েকজন। উদ্বিগ্ন হয়ে রাজ্যপালকে ফোন করে খোঁজ নিয়েছেন খোদ প্রধানমন্ত্রীও। আর তারপরই রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে হিংসার ব্যাপারে রিপোর্ট তলব করেন ধনখড়। কিন্তু এখনও পর্যন্ত সেই রিপোর্ট না জমা পড়ার অভিযোগ তুললেন রাজ্যপাল।