ব্রেকিং নিউজ রাজ্য

মুখ্যমন্ত্রীর প্রসংসায় পঞ্চমুখ রাজ্যপাল 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে নতুন পালক। পূর্বঘোষণা অনুযায়ী তাঁকে ডিলিট উপাধি সম্মানে ভূষিত করল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর প্রথমবার কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয় তাঁকে এই সম্মান দিল। এই সম্মান সাধারণের জন্য উৎসর্গ করেন মুখ্যমন্ত্রী।

সোমবার সম্মান প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, ”যে সমস্ত রাজনীতিবিদ রাজনীতির সঙ্গেও সাহিত্যে অনন্য কীর্তি রেখেছেন, তাঁদের মধ্যে অন্যতম মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রীও সাহিত্যের সঙ্গে যুক্ত। শিক্ষার মধ্যে রাজনীতি প্রবেশ করা ঠিক নয়। কিন্তু রাজনীতির মধ্যে শিক্ষা প্রবেশ করলে তা মন্দ নয়।”

২০১৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাত থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। সে সময় অবশ্য তাঁকে এই সম্মান দেওয়া নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। এবার ডিলিট সম্মান প্রদান করে মুখ্যমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিলেন রাজ্যপাল আনন্দ বোস।

প্রসঙ্গত, এর আগে জগদীপ ধনখড় রাজ্যপাল থাকার সময় রাজ্য সরকারের সঙ্গে সংঘাত চরমে উঠেছিল। তবে নতুন রাজ্যপাল ক্ষমতায় আসার পর একসঙ্গে চলারই বার্তা দিয়েছিলেন।