উত্তপ্ত সন্দেশখালি। সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সন্দেশখালির ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। পাশাপাশি সেখানকার পরিস্থিতি কেমন, কী কী ঘটছে সে নিয়ে বিচার বিভাগীয় তদন্তেরও কথাও বিবেচনা করে দেখার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
সন্দেশখালি কাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট জমা দিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। সেখানে তৃণমূল নেতা শাহজাহান শেখ, শিবপ্রসাদ হাজরা সহ অভিযুক্তদের নাম উল্লেখ করার পাশাপাশি সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনাও উল্লেখ করেছেন তিনি।
সূত্রের খবর, এ বিষয়ে রাজ্যের কাছেও ফের রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। অন্যদিকে সন্দেশখালি ঘটনা নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে বলে দাবী করেছে রাজ্য পুলিশ।