গণনার সকালেই দিল্লি থেকে তড়িঘড়ি ফিরে ভাঙড়ে উপস্থিত হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কথা বললেন স্থানীয়দের সাথে। পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিলেন তিনি। জানালেন, হিংসার বিরুদ্ধে লড়াই চলবেই। আজও পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি থাকবেন পথেই।
মঙ্গলবার ভাঙড়ের কাঁঠালিয়া হাইস্কুলে গণনাকেন্দ্রে যান রাজ্যপাল। ভোটপর্বে অশান্তির ঘটনায় ভাঙড় পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল। ভোটের দিনও বিভিন্ন এলাকায় গিয়েছিলেন রাজ্যপাল বোস। গণনার দিনও এলাকা পরিদর্শনে গেলেন তিনি।
বারাসতের কদম্বগাছিতে ভোটের দিন নির্দল সমর্থকের উপর হামলার অভিযোগে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সেখানে পৌঁছে যান রাজ্যপাল। এরপর সেখান থেকে বসিরহাটের দিকের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। এরপর রাজ্যপাল চলে গিয়েছিলেন দিল্লিতে। সোমবার অমিত শাহর মন্ত্রকে পঞ্চায়েত ভোট সংক্রান্ত রিপোর্ট জমা দিয়ে মঙ্গলবার সকালেই ফিরেছেন কলকাতায়।