রাজ্য

গঙ্গাসাগর মেলা যাচ্ছেন রাজ্যপাল বোস

গঙ্গাসাগর মেলায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গিয়েছে, বুধবার সকাল ৯ টা নাগাদ হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে চেপে সপরিবারে রওনা দেবেন তিনি। সেখানে তাঁরা দু’দিন থাকবেন। মঙ্গলবার বিকেলে রাজ্যপালের নিরাপত্তারক্ষীরা রওনা দেবেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে। মঙ্গলবার রাতের মধ্যে তাঁরা সাগর মেলায় গিয়ে পৌঁছবেন বলে খবর।

সূত্রের আরও দাবি, রাজ্যপাল গঙ্গাসাগর ভ্রমণে গিয়ে সেখানে দু’দিন থাকবেন। সেখান থেকে কলকাতা ফিরবেন আগামী ১১ জানুয়ারি। রাতে থাকবেন সার্কিট হাউস অথবা অন্য কোনও সরকারি আবাসনে। গঙ্গাসাগরে পরিস্থিতি বুঝে পুণ্যস্নানও সারতে পারেন রাজ্যপাল। একইভাবে কপিলমুনির আশ্রম ঘুরে দেখতে পারেন তিনি।

রাজভবন সূত্রের দাবি, সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে রাজ্যপালের গঙ্গাসাগর ভ্রমণের বিস্তারিত তথ্য ও নিরাপত্তা সুনিশ্চিত করতে জানানো হয়েছে। এর আগে বহুবার হেলিকপ্টার চেয়ে পায়নি রাজভবন। তবে এবার গঙ্গাসাগরে যাওয়ার জন্য রাজভবন থেকে নবান্নের কাছে হেলিকপ্টার না চাওয়া হলেও ইচ্ছাপ্রকাশ করা হয়েছিল। রাজ্যপালের সেই ইচ্ছাকে সম্মান জানিয়েছে নবান্ন।