রাজ্য লিড নিউজ

কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে রাজ্যপাল

তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে ব্যাপক উত্তেজনা। বৃহস্পতিবার দুপুরের দিকে সিইউ ক্যাম্পাসে যান রাজ্যপাল। ক্যাম্পাসে প্রবেশের আগে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠনের সদস্যরা। রাস্তার দু’ধার থেকে ওঠে গো ব্যাক স্লোগান। দেখানো হয় কালো পতাকা।

বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে যান রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস। এদিন ক্যাম্পাসে প্রবেশের আগেই তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়।

বিক্ষোভকারী ছাত্রদের অভিযোগ, মানপত্র তুলে দেওয়ার নামে ঘুরপথে সমাবর্ত অনুষ্ঠান পালন করার চেষ্টা করছেন আচার্য। কারণ পূর্ণ সময়ের উপাচার্যের অনুপস্থিতিতে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হচ্ছে না। এই অনুষ্ঠানে অধ্যাপকদের প্রবেশের ক্ষেত্রেও স্বজনপোষণের অভিযোগ তুলেছেন শাসক দলের ছাত্র সংগঠনের সদস্যরা।

তাদের দাবি, এই অনুষ্ঠানে প্রবেশের অধিকার দেওয়া হয়েছে হাতেগোনা কয়েকজন অধ্যাপককে। বুধবারই এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছিল রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠন টিএমসিপি।