ব্রেকিং নিউজ রাজ্য

বিধায়কদের শপথ অনুষ্ঠানে বিধানসভায় রাজ্যপাল বোস, উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী

প্রথমবার বিধানসভায় উপস্থিত রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানে আজ মুখোমুখি মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। সোমবার উত্তরীয় পরিয়ে বোসকে বরণ করে নেন মমতা। রাজ্যপালের হাতে পুস্পস্তবক তুলে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

এর আগে বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে রাজ্য-রাজ্যপালের দ্বন্দ্ব চরমে ওঠে। নানা ‘অজুহাত’ সামনে রেখে বিধায়কদের শপথ নিয়ে গড়িমসি করেন রাজ্যপাল। তবে এবার অধ‌্যক্ষ বিমান বন্দ্যোপাধ‌্যায়ের কৌশলেই আর সেই পথে যেতে পারেননি সি ভি আনন্দ বোস।

সোমবার সাড়ে বারোটা নাগাদ বিধানসভায় পৌঁছন রাজ্যপাল। তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী স্বয়ং। পরিয়ে দেন উত্তরীয়। তাঁর হাতে পুস্পস্তবক তুলে দেন বিধানসভার অধ্যক্ষ। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের এই মুখোমুখি সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল।