ফের রাজ্য–রাজভবন সংঘাতের আবহ তৈরি হল। এবার রাজ্যের ডিজিপি নিয়োগ নিয়ে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকার। কোন পদ্ধতি মেনে ডিজিপি নিয়োগ করা হয়েছে? প্রশ্ন তুললেন তিনি। এমনকী সেই বিষয়ে জানতে চাইলেন তিনি। মুখ্যমন্ত্রীকে ট্যাগ করা টুইটে সরব হলেন রাজ্যপাল। গতকাল তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরই এই পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে রাজ্য পুলিশের ডিজি নিয়োগ নিয়ে টুইটে সরব হন রাজ্যপাল। সুপ্রিম কোর্টের একটি রায়ের কপি উল্লেখ করে টুইট করেন তিনি। টুইটে ট্যাগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে রাজ্যপাল দাবি করেন, ইউপিএসসি’র প্যানেল থেকে কাউকে ডিজি নিয়োগ করা উচিত। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য পুলিশের ডিজি নিয়োগ করা উচিত। অস্থায়ী বা ভারপ্রাপ্ত কাউকে ডিজি নিয়োগ উচিত নয়।
এই নিয়ে রাজ্যের পক্ষ থেকে এখনও কোন উত্তর দেওয়া হয়নি। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের সময় রাজ্যের ডিজি বদলে দিয়েছিল কমিশন। সরিয়ে দেওয়া হয়েছিল বীরেন্দ্রকে। তবে নির্বাচন মিটে যেতেই ফের বীরেন্দ্রকেই রাজ্য পুলিশের ডিজি হিসেবে নিয়োগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজ্যের ডিজি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল।