করোনা সংক্রমণ ঠেকাতে ভারতীয় রেলকে কাজে লাগালো কেন্দ্রীয় সরকার। ট্রেনের এসি কোচগুলিকে কোয়ারানটিন সেন্টার হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোচে থাকবে করোনা চিকিৎসার যাবতীয় সুযোগ সুবিধা বলে রেল মন্ত্রক সূত্রে খবর।
এইডস সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং চিকিৎসায় ইউপিএ আমলের রেড রিবন এক্সপ্রেস সাফল্যের ছাপ রেখেছে। সেই অভিজ্ঞাতাকে কাজে লাগিয়ে করোনা মোকাবিলায় দেশের বৃহত্তম গণ পরিবহন ব্যবস্থা রেলকে কাজে লাগাতে চায় কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, দেশজুড়ে লকডাউনের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭২৭। মাত্র ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৭ জন। আর এখনও পর্যন্ত ১৬ জন প্রাণ হারিয়েছেন। ইতালি, আমেরিকা, ফ্রান্স, স্পেন, চীন–সহ নানা দেশের তিক্ত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে সতর্ক সরকার।
এই পরিস্থিতিতে দেশের বিস্তীর্ণ রেল যোগাযোগ ব্যবস্থার সুফলকে কাজে লাগাতে চায় সরকার। সেই লক্ষ্যে ট্রেনের এসি কোচগুলিকে কোয়ারেনটিন সেন্টার হিসেবে তৈরি করা হবে বলে স্থির হয়েছে। প্রয়োজনে বিশেষ এই ট্রেন কোচগুলিকে পাঠানো হবে গ্রামে।