স্কুল কবে খুলবে? এই প্রশ্নের উত্তরে তোলপাড় দেশ। কারণ আগামী সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে স্কুল–কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খোলার পরিকল্পনা নিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে এই ব্যাপারে অভিভাবকদের বৃহত্তর অংশের বিরোধিতার আভাস পেয়ে সেই পরিকল্পনা পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ফলে আপাতত পাঠশালা ছুটি। করোনা আবহে কেউ ঝুঁকি নিতে চাইছে না।
করোনার জেরে মধ্য মার্চ থেকেই বন্ধ স্কুল–কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান। পাঁচ মাস আগে দেশব্যাপী লকডাউন জারির কয়েক সপ্তাহ আগে থেকে বন্ধ বিভিন্ন রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান। সেখানে আগামী ১ সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ধাপে ধাপে ষষ্ঠ–দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কুল খুলে দেওয়ার চিন্তাভাবনা শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। মতামত চাওয়া হয়েছিল বিভিন্ন মহলের কাছ থেকে। কিন্তু অভিভাবকদের সংগঠনগুলি এই ব্যাপারে পড়ুয়াদের স্কুলে পাঠাতে অনীহা প্রকাশ করে। আর তাতেই পরিকল্পনা ভেস্তে যায়। তখন ঠিক হয় পরিস্থিতির ওপর আরও কড়া নজর রেখে তারিখ ঠিক করা হবে।
এখনও দেশে সামগ্রিক ক্ষতি উদ্বেগের কারণ হয়ে উঠেছে। কারণ করোনাকে এখনও রোখা যায়নি। উলটে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু পড়ুয়াদের স্বাস্থ্য এবং সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়ার কথা মাথায় রাখা হয়েছে। করোনা ব্যবস্থাপনায় গঠিত মন্ত্রিগোষ্ঠীর সঙ্গে যুক্ত সচিবদের দলটি এই বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করছে।
উল্লেখ্য, করোনা মহামারির মধ্যেই স্কুল খুলে দিয়েছিল আমেরিকা। কিন্তু দু’সপ্তাহ না যেতেই একাধিক পড়ুয়া করোনাভাইরাসে সংক্রামিত হয়ে যায়। তবে জানা যাচ্ছে করোনাভাইরাস মহামারির মধ্যেই স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলার জন্য বিস্তৃত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিওর (এসওপি) জারি করা হতে পারে। স্কুলশিক্ষা বিভাগের করা একটি সমীক্ষা অনুসরণ করেই এই বিস্তৃত পদ্ধতি তৈরি করা হচ্ছে।