যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুক হামলার জের! কানাডায় নিষিদ্ধ করা হচ্ছে অস্ত্র বেচাকেনা। জানা গিয়েছে, সব ধরনের হ্যান্ডগানসহ শিশুদের খেলনা পিস্তলও নিষিদ্ধ করছে ট্রুডো সরকার। এই লক্ষ্যে খুব তাড়াতাড়ি দেশের পার্লামেন্টে অস্ত্র নিয়ন্ত্রণ (Weapons Control) ৯ আইন বিল পেশ করা হবে।
সম্প্রতি, বেড়ে গিয়েছে বেড়ে গিয়েছে বন্দুক হামলার ঘটনা। এক একটি বন্দুক হামলায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য সাধারণ মানুষ। কয়েকদিন আগে টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে বন্দুকধারীর অতর্কিত হামলা চালায়। ঘটনায় নিরীহ সাধারণ ২১ জনের মৃত্যু হয়। এর পর নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশগুলো। বাড়তি সতর্কতা হিসেবে নিজেদের অস্ত্র নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে কানাডা সরকার। ২০২০ সালে কানাডায় বন্দুক হামলায় ২৩ জন প্রাণ হারান। ওই ঘটনার পরপরই ১৫০০ ধরনের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করেছিল কানাডা সরকার।
সোমবার এক সংবাদ সম্মেলনে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, প্রস্তাবিত নতুন আইনে নিষিদ্ধ করা হবে সব ধরনের বন্দুক ক্রয়-বিক্রয়। এমনকি নিষিদ্ধ করা হবে খেলনা বন্দুক বা পিস্তলও। আর এই আইন পাশ হলে দেশের কোথাও আর বন্দুক বেচাকেনা বা আমদানি সম্ভব হবে না।
ট্রুডো বলেন, ‘আমরা বন্দুক চোরাচালান ও পাচারের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছি। যেকোনও মূল্যে বন্দুক সহিংসতা কমাতে হবে। আমরা আমাদের দেশকে যুক্তরাষ্ট্রের পর্যায়ে নিয়ে যেতে চাই না।’