ব্রেকিং নিউজ রাজ্য

গঙ্গাসাগর মেলাকে প্লাস্টিক ফ্রি করতে উদ্যোগ সরকারের

জানুয়ারি মাসের শুরুতেই গঙ্গাসাগর মেলা । এই মেলার প্রস্তুতি খতিয়ে দেখার জন্য নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ‘গঙ্গাসাগর মেলাকে এবার থেকে প্লাস্টিক ফ্রি করতে হবে’।

এই গঙ্গাসাগর মেলা চলবে ৯দিনের জন্য। ৮ই জানুয়ারি থেকে ১৭ই জানুয়ারি পর্যন্ত এই মেলা স্থায়ী হবে। এই মেলার প্রস্তুতির জন্য মুখ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন, ১৫জন মন্ত্রী, ১৮জন আধিকারিক এবং দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসনও। এছাড়া মুখ্যমন্ত্রী এই প্রস্তুতি নিজে দেখতে আসবেন বলে জানিয়েছেন।