ধর্না মঞ্চ থেকে ডিএ আন্দোলনকারীদের ‘চোর-ডাকাত’ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যের পরই রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা শুরু হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, মহম্মদ সেলিম, অধীর চৌধুরী সকলেই একযোগে আক্রমণ করেন মমতাকে। এদিকে, মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে বৃহস্পতিবারই মাত্র কয়েক ঘণ্টার নোটিশে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে রাজপথে নামে হাজার হাজার সরকারি কর্মচারী। হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে শুরু হয় মহামিছিল। প্রত্যেকেই এদিন কালো ব্যাজ ধারণ করে মিছিলে হাঁটেন।
মুখ্যমন্ত্রীর ‘চোর-ডাকাত’ মন্তব্যের পর রীতমত ক্ষোভে ফুঁসেছে ধর্না মঞ্চ। তারই প্রতিবাদে হাওড়া-শিয়ালদহ থেকে হাজার হাজার সরকারি কর্মচারীরা মিছিল করে পৌঁছান শহীদ মিনারে। এদিনের এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এসে যোগ দেন।
অন্যদিকে, হাওড়াতেও বিপুল জমায়েত হয়েছে এদিন সরকারি কর্মচারীদের। যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “পাগলের কথায় উত্তর দিতে চাই না। ওনার মানসিক চিকিৎসার প্রয়োজন।” বিভিন্ন জেলা থেকে হাজার হাজার সরকারি কর্মচারী এদিন শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে জমায়েত শুরু করেন সকাল থেকে। এরপর মিছিল করে তারা এসে উপস্থিত হন শহীদ মিনার পাদদেশে।