বুধবার তুরা লোকসভার অন্তর্গত গারো হিলসের রাজাবালায় জনসভা থেকে এমনটাই বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন মেঘালয়ের বিধানসভা নির্বাচন। সেকারণেই মেঘালয়ে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচার। তৃণমূলের পালে হাওয়া লাগাতে বুধবার ফের মেঘালয় প্রচারে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিধানসভা ভোটের আগে এই নিয়ে তৃতীয়বার মেঘালয়ে সফরে মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের জনসভা থেকে ফের একবার পরিবর্তনের ডাক দিয়ে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড বলেন,‘বাংলায় যা করেছি, এবার মেঘালয়ের মাটিতেও আমরা সেটাই করে দেখাব। কথা দিয়ে যাচ্ছি, ফল ঘোষণা হওয়ার এক মাসের মধ্যে বাংলার মত এখানেও লক্ষ্মীর ভাণ্ডার চালু করব। মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে তৃণমূল। পাঁচ বছর এখনও কোনও মেডিক্যাল কলেজ হয়নি। বিজেপি ৪৫ টাকা স্কোয়্যার ফুট জমি কিনে ৮৫ টাকায় বিক্রি করেছে। জমি দুর্নীতির টাকা দিল্লির মালিকদের হাতে তুলে দিয়ে এসেছে। বিজেপিকে ল্যাজে গোবরে করার জন্য একটাই রাজনৈতিক দল দরকার, তার নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।
মেঘালয়ে তৃণমূল কংগ্রেস দলীয় স্তরে একাধিক কর্মসূচি পালনে ব্যস্ত। সূত্রের খবর, অভিষেক এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মেঘালয় সফরেই উত্তর পূর্ব ভারতের রাজনীতিতে বড় চমক দেখা যেতে পারে।