রাজ্য লিড নিউজ

পুজোর সারারাত মিলবে সরকারি বাস পরিষেবা

শহর কলকাতায় দুর্গাপূজাকে আরো আকর্ষণীয় করে তুলতে এবার অভিনব উদ্যোগ নিল রাজ্য পরিবহন নিগম।

এবার যাতে দূর-দূরান্ত থেকে মানুষ খুব সহজেই শহর কলকাতায় ঠাকুর দেখতে আসতে পারে এবং সারারাত ঘুরে আবার বাড়ি ফিরে যেতে পারে, সেই লক্ষ্যেই পুজোর কদিন সারারাত বাস চালানোর ব্যবস্থা করেছে রাজ্য পরিবহন নিগম।

পাশাপাশি দূর দূরান্ত থেকে মানুষের কলকাতায় আসা এবং কলকাতা থেকে দূর দূরান্তের পূজো দেখতে যাওয়ার জন্য পরিবহন নিগমের পক্ষ থেকে ১০০ টি বাস সার্ভিস নামানো হচ্ছে একাধিক রুটে।

ইতিমধ্যেই বেসরকারি বাস সংস্থাগুলির পক্ষ থেকে প্রায় এক হাজার বাস নামানো হয়েছে এই ধরনের পরিষেবা দেওয়ার জন্য। বেসরকারি বাসগুলিও শহর কলকাতায় সারারাত চলবে।

এদিন রাজ্য পরিবহন নিগমের উদ্যোগে বয়স্ক মানুষজনকে নিয়ে দুর্গা পূজার প্রতিমা দর্শন এর শুভ সূচনা করতে এসে এমনটাই জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।