হাওড়া আমতা থেকে ধর্মতলা যাওয়ার পথে সরকারি বাসে জ্বলে ওঠে আগুন। হাওড়ার সাঁতরাগাছি ব্রিজের উপরে হঠাৎ আগুন লেগে যায় আমতা ধর্মতলা রুটের একটি সরকারি বাসে। যাত্রীরা তড়িঘড়ি বাস থেকে নেমে যায়। ইঞ্জিনে আগুন লেগে ধোঁয়া বেরোতে শুরু করে। কর্মরত ট্রাফিকের পুলিশকর্মীরাই তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে
দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় কোন বিপদ ঘটে নি। সেতুর উপর এই ঘটনার দরুন কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়।
সাঁতরাগাছি ব্রিজের উপর থাকা ট্রাফিকের তৎপরতায় বাসটি বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। প্রাথমিকভাবে জানা যায় হলদিয়া থেকে মিটিং করে এই রাস্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা যাওয়ার কিছু সময় আগে এই বিপত্তি ঘটে। তবে পুলিশ কর্মীদের তৎপরতায় এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর নেই বলেই ট্রাফিক সূত্রে খবর। বাসের কন্ডাক্টর শ্রীপতি মাহাতো জানান, সেতুতে ওঠার সময় হঠাৎ করে বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। এরপরই হঠাৎ আগুন ধরে যায়। বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা ও পুলিশ কর্মীদের সাহায্যে আগুন নেভানো হয়। তিনি জানান সর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটতে পারে। তবে ঠিক কি হয়েছিল সেটা তার জানা নেই।
পরে হাইড্রোলিক ক্রেন দিয়ে ওই সেতুর থেকে বাসটিকে সরিয়ে নিয়ে যায় কর্তব্যরত ট্রাফিকের আধিকারিকরা।