The allotment of the bungalow under him was canceled on Wednesday, the notice said. According to a letter from the Union Ministry of Housing and Urban Affairs, Priyanka is no longer under the protection of the Special Protection Group Security. As a result, he should leave the bungalow in the most protected area like Lodhi Road immediately.
দেশ ব্রেকিং নিউজ

বাড়ি ছাড়তে হচ্ছে প্রিয়াঙ্কাকে!‌

করোনা আবহে নিষ্ঠুর হয়ে উঠল কেন্দ্রীয় সরকার। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে সরকারি বাংলো ছাড়ার নোটিশ দিল কেন্দ্রীয় সরকার। ওই নোটিশে বলা হয়েছে, আগামী ১ আগস্টের মধ্যে যেন তিনি সরকারি বাংলোটি খালি করে দেন। এই নিয়ে এখন জলঘোলা হতে শুরু করেছে জাতীয় রাজনীতির অলিন্দে।
কী রয়েছে নোটিশে?‌ নোটিশে বলা হয়েছে, তাঁর অধীনে থাকা বাংলোটির বরাদ্দ বুধবার বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় আবাসন এবং পুর বিষয়ক মন্ত্রকের চিঠিতে বলা হয়েছে, প্রিয়াঙ্কা এখন আর স্পেশাল প্রটেকশন গ্রুপ সিকিউরিটির আওতায় নেই। ফলে লোধী রোডের মতো সর্বাধিক সুরক্ষিত অঞ্চলের বাংলোটি যেন তিনি অবিলম্বে ছেড়ে দেন।
আবাসন মন্ত্রক সূত্রে খবর, স্বরাষ্ট্র মন্ত্রক আপনার এসপিজি সুরক্ষা এবং ‘জেড প্লাস’ সুরক্ষা প্রত্যাহার করেছে। সুরক্ষার ভিত্তিতে আপনার জন্য সরকারি আবাসনের বরাদ্দ / সংরক্ষণের বিধান নেই। তাই ৩৫ নম্বর লোধী এস্টেটের বাংলোর বরাদ্দ ১ জুলাই থেকে বাতিল করা হয়েছে। নোটিশ পেয়ে প্রিয়াঙ্কা জানান, যদি ১ আগস্টের পরেও বাংলোটিতে থাকেন, তা হলে তিনি জরিমানা দিতে সম্মত রয়েছেন।